কোচবিহারে বন্যা পরিস্থিতি, জল বাড়ছে তোরসা নদীর

author-image
Harmeet
New Update
কোচবিহারে বন্যা পরিস্থিতি, জল বাড়ছে তোরসা নদীর

দেবাশিস বিশ্বাস, কোচবিহারঃ মঙ্গলবার রাত থেকে লাগাতার বৃষ্টিতে কার্যত বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে কোচবিহার জেলা জুড়ে। কোচবিহার জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে বুধবার সকাল আটটা পর্যন্ত কোচবিহারে বৃষ্টিপাত হয়েছে ১১২.৬০ মিলিমিটার, মাথাভাঙায় সর্বাধিক বৃষ্টিপাত হয়েছে এইদিন১৪৫.০০ মিলিমিটার। একইভাবে তুফানগঞ্জ বৃষ্টিপাত হয়েছে ১০৮.৫০ মিলিমিটার। প্রবল বৃষ্টিপাতের কারণে এবং পাহাড় থেকে জল ছাড়ার কারণে ক্রমাগত জল স্তর বৃদ্ধি পাচ্ছে কোচবিহার প্রতিটি নদীতে। জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, মাথাভাঙ্গার মানসী নদী এবং বাংলাদেশ সীমান্ত সংলগ্ন তিস্তা নদীতে হলুদ সংকেত জারি করা হয়েছে। জলস্তর বৃদ্ধি পাচ্ছে তোরসা নদীতেও। 


তবে এখনো পর্যন্ত তোরসা নদীতে কোনোরকম সংকেত জারি করা হয়নি। তোরসা নদীর জল স্তর বৃদ্ধির কারণে কোচবিহার শহর সংলগ্ন হরিণচড়া, রানিবাগান, পানিশালা কারিশাল এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। বৃষ্টিপাত এই রকম ভাবেই চলতে থাকলে রাতের মধ্যে জলস্তর আরো বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করছে জেলা প্রশাসন। কোচবিহার জেলা শাসক পবন কাদিয়ান জানান, 'কোচবিহার সংলগ্ন যে সমস্ত নদীতে প্রতিবছর বন্যা পরিস্থিতি তৈরি হয় সেই সমস্ত নদীর জলস্তর এর প্রতি নজর রাখা হচ্ছে। প্রস্তুত যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য। ইতিমধ্যেই বিপর্যয় মোকাবিলা দপ্তর, স্বাস্থ্য দপ্তর এবং মহকুমা প্রশাসক কে সমস্ত পরিস্থিতির উপর নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে।' 

তিনি আরও জানান, পর্যাপ্ত ত্রাণ সামগ্রী ত্রিপল এর ব্যবস্থা রাখা হয়েছে। শিশুখাদ্য ও প্রয়োজনীয় ঔষধের ব্যবস্থা করা হয়েছে। যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় আমরা প্রস্তুত।' যদিও বা করোনা পরিস্থিতি চলছে। তার মধ্যেও মানুষকে সচেতন থাকার অনুরোধ জানিয়েছে জেলা প্রশাসন।