/anm-bengali/media/post_banners/mPh2C2CGaQu5eFpK62dD.jpg)
দেবাশিস বিশ্বাস, কোচবিহার:বুধবার সকালে আরো একবার ভ্যাকসিন বিভ্রাট কোচবিহার জেলায়। জেলা প্রশাসনের প্রথম নির্দেশিকা অনুযায়ী ভ্যাকসিন এর দ্বিতীয় ডোজ নেওয়ার জন্য সংগ্রহ করতে হবে কুপন। এই কুপন পাওয়া যাবে কোচবিহার নৃপেন্দ্র নারায়ন হাই স্কুল থেকে। কিন্তু সোমবার সকালে ভ্যাকসিন প্রাপকরা কুপন সংগ্রহ করতে গেলে সেখানে একটি নোটিশের মাধ্যমে তারা জানতে পারে কুপন প্রদান বন্ধ রয়েছে। এর জন্য তার নির্দিষ্ট কোনো উল্লেখ নেই। প্রাপকরা একত্রিত হয়ে স্কুলের সামনে পথ অবরোধ করে বলে স্থানীয় সূত্রে জানানো হয়েছে।
স্থানীয় বাসিন্দা দীপঙ্কর বল অভিযোগ করে বলেন, আজ সকালে তারা কুপন নিতে এসে দেখেন অনির্দিষ্টকালের জন্য কুপন প্রদান বন্ধ রয়েছে। একদিকে তাদের দ্বিতীয় গ্রহণের দিন কাছাকাছি চলে আসছে অপরদিকে কুপন প্রদান বন্ধ থাকায় কার্যত বিপাকে পড়েছেন তারা। জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, আগামী চৌঠা জুলাই পর্যন্ত ভ্যাকসিনের কুপন প্রদান হবে না। কোচবিহার মহকুমা শাসক রকিবুর রহমান বলেন, শীঘ্রই পুনরায় কুপন প্রধান চালু করা হবে এবং নোটিশের মাধ্যমে তা জনসাধারণকে জানিয়ে দেওয়া হবে।
আরও খবরঃ https://www.anmnews.in/Home/GetNewsDetails?p=6264/ https://www.anmnews.in/Home/GetNewsDetails?p=6271
For more details visit www.anmnews.in
Follow us at https://www.facebook.com/newsanm
​
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us