New Update
/anm-bengali/media/post_banners/zCLo5V24HNqedV4iS7xE.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ এবারে আইপিএল-এ সঞ্চালনার দায়িত্ব পেয়েছিলেন হিউ এডমিডেস। কিন্তু অকস্মাৎ ঘটে যায় দুর্ঘটনা। গতকাল নিলামের মঞ্চেই সংজ্ঞাহীন হয়ে পড়ে যান হিউ। এই আপৎকালীন পরিস্থিতিতে নিলামের সঞ্চালনার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন চারু শর্মা। চারু শর্মা-কে শুভেচ্ছাও জানান হিউ এডমিডেস।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us