অম্বানীর চোখ এ বার নীল হাইড্রোজেনে!

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
অম্বানীর চোখ এ বার নীল হাইড্রোজেনে!


নিজস্ব সংবাদদাতাঃ হাইড্রোজেন জ্বালানি-সহ বিকল্প শক্তি ক্ষেত্রে বিপুল লগ্নির কথা আগেই জানিয়েছেন রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ অম্বানী। এ বারে আরও এক ধাপ এগিয়ে আরআইএল জানাল, নীল হাইড্রোজেন (ব্লু হাইড্রোজেন) উৎপাদনের ক্ষেত্রে বিশ্বের অন্যতম বৃহৎ সংস্থা হিসেবে গড়ে ওঠাই তাদের লক্ষ্য। সূত্রের খবর, ইতিমধ্যেই জামনগরে তাঁদের তেল শোধনাগার ক্ষেত্রটিকে ঢেলে সাজাচ্ছে সংস্থাটি।