New Update
/anm-bengali/media/post_banners/pPK0w7fdXp0VidoKU5sD.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ গতকালের নিলামের বাজার ছিলো সরগরম। বাছাই করে করে কেনাকাটাও করেছেন ভারতের ধন কুবেররা। তবে বাংলার ঋদ্ধিমান সাহা-র কেরিয়ার এবারে প্রায় শেষ হয়েই গিয়েছে। তাঁকে কেনেনি কোনো দলই। তবে বাংলার আর এক ক্রিকেটার শাহবাজ আহমেদ তাঁকে নিয়ে বেশ দরকষাকষি উঠেছিল আরসিবি, কেকেআর ও হায়াদ্রাবাদের মধ্যে। তবে শেষমেশ শাহবাজকে কেনে আরসিবি। তাঁর দাম উঠলো ২কোটি ৪০লক্ষ টাকা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us