নিজস্ব সংবাদদাতাঃ ঘোষণা হয়েছে তৃণমূলের নতুন কর্মসমিতি। তাতে রয়েছেন ২০ জন। প্রায় প্রত্যেকেই এক অর্থে তৃণমূলের বহুদিনের সৈনিক। কিন্তু মমতার নতুন কর্মসমিতি থেকে বাদ পড়েছেন সৌগত রায়। দলের জাতীয় কর্মসমিতি থেকে তৃণমূলের বর্ষীয়ান সাংসদের নাম বাদ যাওয়াটাকে অনেকটা দলের অন্দরে গুরুত্ব কমা হিসেবেই দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আর এখানেই প্রশ্ন উঠছে, তাহলে কি মমতার ঘনিষ্ঠ বৃত্তের বাইরে চলে যাচ্ছেন অনুগত সৌগত? উত্তর কেবল সময়ের অপেক্ষা।