সবচেয়ে দামি ঈশান কিষান, কত দর উঠলো ঈশানের?

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
সবচেয়ে দামি ঈশান কিষান, কত দর উঠলো ঈশানের?


নিজস্ব সংবাদদাতাঃ দুপুর পর্যন্ত মনে হয়েছিল আইপিএল নিলামে সবচেয়ে দামি ক্রিকেটারের ট্যাগ থাকবে শ্রেয়স আইয়ার-এর। তবে সব হিসেব উল্টে দিয়ে মেগা নিলামের সবচেয়ে দামি হয়ে উঠলেন ঈশান কিষান। আইপিএলের ইতিহাসে যুবরাজ সিং সবচেয়ে দামি ক্রিকেটার। ১৬ কোটি টাকা দর উঠেছিল তাঁর। যুবির থেকে সামান্য দূরে থামলেন তিনি। ১৫.২৫ কোটি টাকায় তাঁর পুরনো টিম মুম্বই ইন্ডিয়ান্সই কিনে নিল তাঁকে।