New Update
/anm-bengali/media/post_banners/vgqD7Ql2t30brzBZVqcx.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ভোট শুরু হতেই বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত অভিযোগ আসতে শুরু করে। বেলা গড়াতেই বাড়তে থাকে বিরোধীদের অভিযোগের তালিকা। শিলিগুড়ি, আসানসোল এবং বিধাননগর থেকে কখনও ভুয়ো ভোটার, কখনও বিরোধীদের উপর শাসকদলের হামলা, আবার কখনও ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠছে। তবে এসবের মধ্যেও বেলা ৫ টা পর্যন্ত চার পুরনিগমে ভোটের হার ৭০ শতাংশের বেশি।
চার পুরনিগমে ভোটের হারঃ-
আসানসোল পুরনিগম- ৭১.৯৮ শতাংশ
বিধাননগর পুরনিগম- ৭১.৩২ শতাংশ
চন্দননগর পুরনিগম- ৭১.০৬ শতাংশ
শিলিগুড়ি পুরনিগম- ৭৩.০৫ শতাংশ
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us