পাঁচ রাজ্যের সংক্রমণে উদ্বেগ!

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
পাঁচ রাজ্যের সংক্রমণে উদ্বেগ!

নিজস্ব সংবাদদাতাঃ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, দেশের পাঁচটি রাজ্য থেকে মোট আক্রান্তের ৬০ শতাংশেরও বেশি খোঁজ মিলছে। এর মধ্যে শীর্ষে রয়েছে কেরল, সেখানে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ১২ জন। এরপরেই রয়েছে মহারাষ্ট্র, সেখানে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৪৫৫ জন। কর্নাটকেও বিগত একদিনে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৭৬ জন, তামিলনাড়ুতে দৈনিক আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৮৬। রাজস্থানে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮৯০। এই পাঁচ রাজ্য থেকে গত ২৪ ঘণ্টায় ৬২.৩৩ শতাংশ আক্রান্তের খোঁজ মিলেছে। দেশের মোট আক্রান্তের সংখ্যার মধ্যে কেরল থেকে আক্রান্তের হার ৩১.৭৭ শতাংশ।