কেন্দ্রের সিদ্ধান্ত অদ্ভুত : ইন্ডিয়া রেটিংস

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
কেন্দ্রের সিদ্ধান্ত অদ্ভুত : ইন্ডিয়া রেটিংস


নিজস্ব সংবাদদাতাঃ করোনার মধ্যে গ্রামে রুজী-রোজগার হারানো মানুষকে কাজের সুযোগ দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে মনরেগা প্রকল্প। অথচ পর পর দু’বছর বাজেটে সেই ১০০ দিনের কাজর প্রকল্পের বরাদ্দ কমানোর সিদ্ধান্তকে ‘হতবাক করার মতো’ বলে আখ্যা দিল মূল্যয়ন সংস্থা ইন্ডিয়া রেটিংস। তাদের মতে, গ্রামাঞ্চলে যখন অর্থনীতি ধাক্কা খাচ্ছে, তখন পরের বছর বরাদ্দ প্রায় ২০% কমানোর এই সিদ্ধান্ত অদ্ভুত।