New Update
/anm-bengali/media/post_banners/nadBOB15ctQ0SncDVJYT.jpg)
নিউজ ডেস্কঃ পূর্ব মেদিনীপুরঃ শুক্রবার রাতে নন্দকুমার-দিঘা 116 বি জাতীয় সড়কে দুর্ঘটনা।নন্দকুমার থানার ভবানীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে বাসের মুখোমুখি সংঘর্ষ। বাসের পিছনে ধাক্কা মারলো আর একটি মিনিট্রাক। জানা গেছে দিঘায় দিক থেকে নন্দকুমার এর দিকে যাচ্ছিল, অপর দিকে লরিটি চণ্ডীপুরের দিকে যাচ্ছিল। আহত বাসের ড্রাইভার সহ তিনজন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us