New Update
/anm-bengali/media/post_banners/aYosoydZj9WMddZi0K9w.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ বিনা প্রতিদ্বন্দ্বিতায় দিনহাটা পুরসভা দখল করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের অন্দরে নিজেদের মধ্যেই শুরু হয়েছে দ্বন্দ্ব। " যাঁরা সমালোচনা করছেন দলের অন্দরে, তাঁরা পরশ্রীকাতর। তাঁরা দিনহাটাকে হিংসা করছে। নাটাবাড়ি বিধানসভায় ৩টি জেলা পরিষদ আসনে দেড় লক্ষ ভোটে জেতে তৃণমূল। তখন প্রার্থীদের গ্রহণযোগ্যতা, আর বাকি ভোটগুলিতে গ্রহণযোগ্যতা ছিল না ? নিজে আগে আয়নার সামনে দাঁড়ান, তারপর বলবেন।" বিস্ফোরক দিনহাটার বিধায়ক উদয়ন গুহ। নাম না করে রবীন্দ্রনাথ ঘোষকে আক্রমণ উদয়নের। " উনি নিজের চরকায় তেল দিন। আমরা মমতার মডেলেই চলি।" পাল্টা আক্রমণ কোচবিহার তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি রবীন্দ্রনাথ ঘোষের। ‘দলের মত নয়, উদয়নবাবুর ব্যক্তিগত মত’।প্রতিক্রিয়া কোচবিহার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতির।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us