/anm-bengali/media/post_banners/GEc7AIGlwCwsm9IRObGk.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ দুই দশকের ‘খোলা হাওয়ার’ পর আফগানিস্তান এখন ‘হাল্লা রাজার দেশ’। তালিবানের শাসনে জেহাদ আর ইসলামের নামে শুধু চলছে নৈরাজ্য। শাসন ব্যবস্থার হাল এমনই যে এবার এক আফগান শহরের মেয়র পদে বসেছে এক তালিব বন্দুকবাজ। জানা গিয়েছে, আফগানিস্তানের মেমানা শহরের মেয়র পদে বসানো হয়েছে দমউল্লা মহিবুল্লা মোয়াফফাক নামের এক তালিবান স্নাইপারকে। গত বছরের নভেম্বর মাসেই এই সিদ্ধান্ত নেয় তালিবান সরকার। উত্তর-পশ্চিম আফগানিস্তানের ফরিয়াব প্রদেশের রাজধানী হল মেমানা। সেই শহরের ভালমন্দ দেখার দায়িত্ব এবার তুলে দেওয়া হয়েছে দমউল্লার কাঁধে। বছর পঁচিশের মেয়র দমউল্লার দাবি, “নিয়মিত শহর ঘুরে দেখছি আমি। স্থানীয়দের সঙ্গে আলোচনা করে কোথায় কী সমস্যা রয়েছে, তা বোঝার চেষ্টা করছি। পৌর কর্মীদের সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের কাজ বুঝিয়ে দিচ্ছি। আমি যখন যুদ্ধ করতাম, তখন আমার লক্ষ্য একেবারে স্পষ্ট ছিল। দেশকে বিদেশিদের দখল মুক্ত করা এবং বৈষম্য ও অবিচার দূর করাই ছিল আমার প্রধান কাজ। এখন আমার উদ্দেশ্য হচ্ছে দেশের উন্নতি।”
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us