/anm-bengali/media/post_banners/oI0VCgGyI8y3en4CHn7o.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ নির্বাচনের প্রথম দিনই উত্তর প্রদেশের বিদায়ী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মন্তব্য ঘিরে তোলপাড় রাজনৈতিক মহল। উত্তরপ্রদেশ থেকে সেই আঁচ ছড়িয়ে পড়ল বাংলায়। তৃণমূল, সিপিএম, কংগ্রেস – একযোগে বিরোধী দলগুলি কড়া প্রতিক্রিয়া দিয়েছে এ নিয়ে। এভাবে উত্তর প্রদেশের বিধানসভা লড়াইয়ে ঢুকে পড়ল বাংলাও। যোগীর মন্তব্যকে তাচ্ছিল্যের সুরে উড়িয়ে দিয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন। তাঁর মন্তব্য, ”যোগী ভয় পেয়ে এ ধরনের মন্তব্য করছেন। বুঝতেই পারছেন, এবার তাঁদের হার আসন্ন।” যোগীর এ ধরনের মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী এবং সিপিএম নেতা সুজন চক্রবর্তী। অধীরের মন্তব্য, ”অধম প্রদেশ হয়ে গিয়েছে উত্তর প্রদেশ। যোগীর মন্তব্যই তার প্রমাণ।” সুজন চক্রবর্তী বলেন, ”বাংলার কথা উল্লেখ করে বঙ্গবাসীর মধ্যে বিভাজন ধরাতে চাইছেন উনি। অত্যন্ত নিন্দনীয় মন্তব্য এবং এতেই বিজেপির অ্যাজেন্ডা স্পষ্ট হয়।”
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us