/anm-bengali/media/post_banners/TCXtRdobTIFZijqk3zxw.jpg)
মানালি পাত্র, মুর্শিদাবাদঃ বহরমপুর পৌর নির্বাচনে ৪ নম্বর ওয়ার্ড থেকে কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলার হিরু হালদার এবার নির্বাচনে লড়ছেন। তিনি জানালেন বহরমপুর শহর শান্তির শহর এই শহরের মানুষ সচেতন তাই যাকে মনে করবে তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে। তিনি আরও বলেন সংসদ অধীর চৌধুরীর নির্দেশমতো ২৮ টি জোনে প্রার্থী নির্ধারিত করেছে কংগ্রেস। ১৬ সালের পর থেকে পৌরসভা সেইভাবে বহরমপুর শহরে কোনো কাজ করেনি। সমস্ত পয়সা ঢুকেছে তৃণমূল নেতাদের পকেটে। শহরের নয় নেতাদের উন্নয়ন হয়েছে। তার কাছেও তৃণমূলে যাওয়ার জন্য অনেক প্রস্তাব এসেছিল। না মানাই নানান কেস দিয়ে জেলে ভরেছে। কিন্তু তিনি অধীর চৌধুরীর স্নেহধন্য হয়ে আছেন এবং থাকবেন। সেই কারণে তাকে অনেক রকম ঝামেলা অশান্তির মধ্যে দিন কাটাতে হয়েছে। তিনি আজ মনোনয়ন জমা দিতে এসে জানালেন, মনোনয়নে আপনারা সবকিছু তথ্য পেয়ে যাবেন। তিনি প্রশাসনের ওপর যথেষ্ট আস্থা রেখে আছেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us