New Update
/anm-bengali/media/post_banners/6TqgPQjdkrzDXGMNDLzX.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ কার সুপারিশে নিয়োগ হয়েছে তা নিয়েই প্রশ্ন উঠেছিল। গ্রুপ-ডি মামলায় স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে বড়সড় দুর্নীতির অভিযোগ সামনে আসে। সেই মামলায় আগেই ৫৭৩ জনের বেতন বন্ধ করার নির্দেশ দিয়েছিল আদালত। এবার ৫৭৩ জনকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে আগেও একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে। তবে, একসঙ্গে এতজনকে বরখাস্ত করে দেওয়ার নির্দেশ আগে কখনও দেয়নি আদালত। চাকরি খারিজের পাশাপাশি ওই ৫৭৩ জনকে নির্দেশ দেওয়া হয়েছে, তাঁরা এতদিন যে বেতন পেয়েছেন, তাও ফেরাতে হবে। এই দুর্নীতির তদন্তে বিশেষ কমিটি গঠন করেছিল আদালত। কী ভাবে এই দুর্নীতি হয়েছে, টাকার বিনিময়ে নিয়োগ হয়েছে কি না, কারা এর সঙ্গে যুক্ত, এই বিষয়গুলো দেখে আগামী ১৪ ফেব্রুয়ারি রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us