/anm-bengali/media/post_banners/15UMaM5fP6GzrgP8G2Nn.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ পূর্ব বর্ধমানে শ্যুটআউটে। দুষ্কৃতীদের গুলিতে খুন এক লটারির টিকিট বিক্রেতা। ব্যবসার কাজ শেষ করে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হল তাঁর। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমানের মাধবডিহি থানার ছোটবৈনানের কাছে ছাতাদিঘির পাড়ে। রাত সাড়ে দশটা নাগাদ লটারির দোকান বন্ধ করে অন্যান্য দিনের মতো বাইকে চড়ে বাড়ি ফিরছিলেন বছর আটচল্লিশের হামিদ আলি খান। ছাতাদিঘির পাড়ের কাছে নির্জন জায়গায় আসতেই পিছন থেকে একটি মোটর সাইকেলে আসা ৩ জন দুষ্কৃতী হামিদ আলিকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি চালায়। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন লটারি ব্যবসায়ী। গুলির শব্দে আশেপাশের লোকজন বেরিয়ে পড়ে। এদিকে, পরিস্থিতি বেগতিক বুঝে ঘটনাস্থল ছাড়ে দুষ্কৃতীরা। খবর পেয়ে মাধবডিহি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। গুলিবিদ্ধ ব্যবসায়ীকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা হামিদকে মৃত বলে জানান। তদন্ত শুরু করেছে মাধবডিহি থানার পুলিশ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us