New Update
/anm-bengali/media/post_banners/uZqkwP0fwvrGPJFWkF0Q.jpg)
নিজস্ব সংবাদদাতা; আসামের কোকরাঝারে পুলিশ ৩৩টি ট্যাবলেট প্যাকেট সহ ১৪৭৭ কেজি গাঁজা, ১.২৮ কেজি হেরোইন এবং সাইকোট্রপিক পদার্থ ধ্বংস করে। ২০১৮ সাল থেকে জেলার বিভিন্ন অংশে মাদক বাজেয়াপ্ত করে পুলিশের বিশেষ ডিজিপি এলআর বিষ্ণোই, পুলিশ সুপারিন্টেনডেন্টের তত্ত্বাবধানে তা আগুনে পোড়ানো হয়েছিল। তিনি বলেছেন, '' আমরা জনসাধারনের কাছ থেকে দারুন সাড়া পাচ্ছি এবং আমি বিশ্বাস করি যে জনসাধারণের সহায়তায় আমরা মাদক ও সাইকোট্রপিক পদার্থের বিস্তার বন্ধ করতে পারি।''
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us