দেশে ফের বাড়ল দৈনিক সংক্রমণ!

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
দেশে ফের বাড়ল দৈনিক সংক্রমণ!

নিজস্ব সংবাদদাতাঃ  ওমিক্রন আতঙ্ক কাটিয়ে চলতি মাসে ফের স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টায় দেশ। গত তিনদিন ধরে দৈনিক সংক্রমণ এক লক্ষের নিচে। তবে গত ২৪ ঘণ্টায় ফের খানিকটা বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা। তবে আরও বেশি করে ভয় ধরাচ্ছে মৃত্যুহার। বুধবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৭১ হাজার ৩৬৫ জন। যা গতকালের তুলনায় খানিকটা বেশি। তবে স্বস্তি দিয়ে কমল অ্যাকটিভ কেস। বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৮ লক্ষ ৯২ হাজার ৮২৮। প্রতিদিন একটু একটু করে কমছে পজিটিভিটি রেট। এই মুহূর্তে ভারতে ৪.৫৪ শতাংশ করোনা পজিটিভিটি রেট। এদিকে, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় মৃতের সংখ্যা রীতিমতো ভয় ধরানোর মতো। মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ১২১৭ জন।