নিজস্ব সংবাদদাতা : আয় বাড়াতে বাড়ি বাড়ি মদ পৌঁছে দিতে বিশেষ পদক্ষেপ করেছে রাজ্য। দুয়ারে সরকার, দুয়ারে স্বাস্থ্য-শিক্ষার মতো হাজির মদও। এবার এই ব্যবস্থার বিরুদ্ধে পথে নামল সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অফ ইন্ডিয়া-কমিউনিস্ট-এর যুব সংগঠন অল ইন্ডিয়া ডেমোক্র্যাটিক ইয়ুথ অর্গনাইজেশন। মঙ্গলবার আবগারি দফতরের সামেন বিক্ষোভ দেখান সংগঠনের কর্মী-সমর্থকেরা। বাড়ি বাড়ি মদের ডেলিভারি বন্ধ করার দাবি জানান সকলে। তাদের অভিযোগ, কোভিডে মন্দা পরিস্থিতিতে মদ বিক্রি করে রাজস্ব আদায় করছে রাজ্য।