New Update
/anm-bengali/media/post_banners/SCrbufQrj1vkRWQXhF2m.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ১৯৯৩ সালে মুম্বই বিস্ফোরণের মূল চক্রী দাউদ ইব্রাহিমকে ধরতে নয়া পদক্ষেপ সরকারের। সেই নাশকতামূলক ঘটনার পরে কেটে গিয়েছে প্রায় তিন দশক। কিন্তু আজও অধরা দাউদ। অবশেষে নতুন করে NIA-র তরফে UAPA তথা দেশদ্রোহিতার মামলা রুজু করা হল ‘আন্ডারওয়ার্ল্ড ডন’ ও তার ঘনিষ্ঠ সঙ্গীদের বিরুদ্ধে। তারা জানিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র centraমন্ত্রকের নির্দেশের পরই এই মামলা দায়ের করা হয়েছে। নতুন এফআইআরে বলা হয়েছে, একাধিক নাশকতামূলক ঘটনায় জড়িত দাউদ ও তার সঙ্গীরা। জানা যাচ্ছে, এনআইএ-র ডিআইজির নেতৃত্বে একটি দল এই বিষয়ে তদন্ত শুরু করবে। দলে একজন পুলিশ সুপারিটেন্ডেন্টও রয়েছেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us