'একলা ঘর' আসছে

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
'একলা ঘর' আসছে

নিজস্ব প্রতিনিধি- আসছে পরিচালক সৌমজিৎ আদকের 'একলা ঘর'। প্রকাশ্যে এসে পড়েছে ছবির পোস্টার। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন ঋষব বসু,ঐশ্বর্য সেন। এবং অন্যান্য চরিত্রে রয়েছেন নিকিতা ধামিজা, হিয়া রায়, সমর দাস সহ অন্যান্যরা। ছবির কাহিনী নিজেই লিখেছেন সৌম্যজিৎ আদক। কিছুদিন আগেই সৌম্যজিৎ আদকের 'অল্প হলেও সত্যি' মুক্তি পায়, এবারে আবারো নতুন ছবি নিয়ে প্রস্তুত পরিচালক। এই বছর পয়লা বৈশাখে মুক্তি পাওয়ার কথা এই ছবির ।