New Update
/anm-bengali/media/post_banners/WLIkuAiX7rQNmDFVPqey.jpg)
নিজস্ব প্রতিনিধি-লতা মঙ্গেশকরের জন্মস্থানে একটি সংগীত একাডেমী প্রতিষ্ঠা করা হবে।মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান সোমবার এ কথা ঘোষণা করেছেন। তিনি বলেন,'লতা জি ইন্দৌরে জন্মগ্রহণ করেছিলেন।তাই ওনার স্মৃতিতে সেখানে একটি সংগীত একাডেমী, একটি সংগ্রহশালা তৈরি করা হবে। তাঁর একটি মূর্তি প্রতিষ্ঠা করা হবে।এছাড়া প্রত্যেক বছর তাঁর জন্মবার্ষিকীতে 'লতা মঙ্গেশকর' পুরস্কার দেওয়া হবে।'সাংসদ শঙ্কর লালওয়ানি বলেন কিংবদন্তি গায়িকার জন্মস্থানটি তাঁর নামে নামকরণ করা হবে। এবং রাস্তাটিকে ইন্দৌরের 'লতা মঙ্গেশকর মার্গ' বলা হবে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us