New Update
/anm-bengali/media/post_banners/9Ouj500xzY0NFPhKFjOZ.jpg)
​নিজস্ব সংবাদদাতাঃ কীভাবে ডাউনলোড করবেন এসবিআই এর অ্যাডমিট কার্ডটি, দেখে নিন
জুনিয়র অ্যাসোসিয়েশনের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে প্রথমে ওপরের লিঙ্কে ক্লিক করুন। হোম পেজ খুললে সেখানে রেজিস্ট্রেশন নম্বর বা রোল নম্বর দিন। এরপর প্রয়োজন মতো জায়গায় জায়গায় পাসওয়ার্ড বা জন্মর তারিখ দিন ( dd-mm-yy এই ফর্ম্যাটে)। এরপরই পেয়ে যাবেন কার্ডটি। সময় মতো ডাউনলোড করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রার্থীদের।
জানানো হয়েছে, এই নিয়োগ প্রক্রিয়ায় ৫,০০০টি রেগুলার শূন্যপদে এবং ২৩৭টি ব্যাকলগ থাকা শূন্যপদে নিয়োগ করা হবে। প্রার্থীদের প্রিলিমিনারি এবং মেইন এই দুই পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে যোগ্যদের। এছাড়াও জানানো হয়েছে, নিজেদের ভাষাতেই পরীক্ষা দিতে পারবেন পরীক্ষার্থীরা।
আরও খবরঃ
https://anmnews.in/Home/GetNewsDetails?p=6648​
For more details visit www.anmnews.in
Follow us at https://www.facebook.com/newsanm
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us