পুর নির্বাচনের আগেই অধিকারী গড়ে বড় ট্যুইস্ট!

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
পুর নির্বাচনের আগেই অধিকারী গড়ে বড় ট্যুইস্ট!


নিজস্ব সংবাদদাতাঃ শুভেন্দু অধিকারীর হাত ধরে যোগদান করেছিলেন। প্রাক্তন কাউন্সিলররা বছর ঘুরতেই আবার তৃণমূলে। পৌরসভা নির্বাচনের আগেই কাঁথির বিজেপিতে ভাঙন ঘিরে রাজনৈতিক তরজা। সব কিছু ঠিক থাকলেই পূর্ব মেদিনীপুরে পৌর নির্বাচন হবে আগামী ২৭ ফ্রেব্রুয়ারি। আর এই নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক টানাপোড়েন তুঙ্গে। নিত্য শাসকদলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলছে বিজেপি। যদিও এই ধরনের অভিযোগ সর্ব ক্ষেত্রেই অস্বীকার করেছে ঘাসফুল শিবির। নির্বাচন যতই এগিয়ে আসছে, ততই ফিরে এসেছে দলবদলের রাজনীতি। যেটা ট্রেন্ডিং হয়েছিল একুশের নির্বাচনের আগেও। এক বছর এক মাস পূর্ণ করার পর ফের তৃণমূলে ফিরলেন কাঁথি পৌরসভার প্রাক্তন কাউন্সিলর-সহ পাঁচ নেতা। মঙ্গলবারই তৃণমূলে যোগ দান করেছেন অতনু গিরি, সোনা বেরা। তাঁদের বক্তব্য, বিজেপিতে কাজের সুযোগ নেই। শুধুই ধর্ম নিয়ে রাজনীতি চলছে। ভ্রান্ত নীতিতে দলের আদর্শ বিচ্যুত। বুধবার ফের ঘাসফুল পতাকা হাতে তুলে নেবেন বাকি তিন জন- উত্তম মহাপাত্র, কমলা বেরা, সত্যেন জানা। ইতিমধ্যে জেলা তৃণমূল সাংগঠনিক নেতৃত্বকে চিঠি দিয়ে যোগদানের ইচ্ছাপ্রকাশ করেছেন তাঁরা। তৃণমূলে ফিরে অতনু গিরি বলেন, "একুশের নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় যা প্রতিশ্রুতি দিয়েছিলেন, সবই পূরণ করেছেন"। সূত্রের খবর ,আগামী ৬ ই ফ্রেব্রুয়ারি থেকে জেলার পৌরসভার নির্বাচন নিয়ে মাথা ঘামাবেন শুভেন্দু অধিকারী। কাঁথি, এগরা, তমলুক পৌরসভার প্রার্থী বাছাই নিয়ে ক্ষোভ বিক্ষোভের মধ্যে শেষমেশ কী তালিকা প্রকাশ হয়, তার দিকেই তাকিয়ে জেলার রাজনৈতিক বিশেষজ্ঞরা। যদিও এই দলবদল কিছুতেই পদ্ম শিবিরকে সমস্যায় ফেলবে না বলেই মত আদি বিজেপি নেতাদের।