আসাদউদ্দিন ওয়াইসির গাড়িতে গুলি!

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
আসাদউদ্দিন ওয়াইসির গাড়িতে গুলি!

নিজস্ব সংবাদদাতা : মিম প্রধান আসাদউদ্দিন ওয়াইসির গাড়ি লক্ষ্য করে ছোঁড়া হল গুলি। উত্তরপ্রদেশে মিরাটের কিথাউরেনির্বাচনী প্রচার সেরে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন মিম প্রধান। ছাজারসি টোল প্লাজার কাছে তাঁর গাড়িতে ৩-৪ রাউন্ড গুলি ছোঁড়া হয় বলে অভিযোগ। মোট তিন থেকে চার জন ছিল বলে জানিয়েছেন। এই ঘটনায় তাঁর গাড়ির টায়ার পাংচার হয়ে যায়। এরপর অন্য গাড়িতে সফর করেন তিনি।