New Update
/anm-bengali/media/post_banners/0hgT6TDTUkGhQeGduUsG.jpg)
নিজস্ব সংবাদদাতা; কোভিড পরবর্তী সময়কালে নগর পরিকল্পনাবিদরা এক গবেষণায় দেখেন যে নতুনভাবে পরিকল্পিত শহরগুলিকে পুনরায় পুরনো পদ্ধতিতে ফিরিয়ে আনা প্রয়োজন। এক আন্তর্জাতিক জার্নালে জানা গেছে প্রাক মহামারী নগরগুলিই আদর্শ। সেখানের পার্ক, রাস্তাঘাট, দোকান সবই ভালোভাবে পরিকল্পিত এবং তা আবাসিকদের ব্যবহারেও উপযোগী। পুরনো নগরায়নে মানুষের একে অন্যের প্রতি সহযোগিতা ,সহানুভূতি বৃদ্ধি পায়। যা নতুন নগরায়নে খানিক কম দেখা যায়। এছাড়াও নব নগরায়ন পদ্ধতিতে ব্যয় হওয়ার মতো সরকারী তহবিলে পর্যাপ্ত ধনরাশি নেই। সুতরাং এই কারণে পুরনো নগর পরিকল্পনাই প্রযোজ্য।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us