পথ দুর্ঘটনার কবলে মন্ত্রী হুমায়ুন কবীরের স্ত্রী; আহত আরো ২

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
পথ দুর্ঘটনার কবলে মন্ত্রী হুমায়ুন কবীরের স্ত্রী;  আহত আরো ২

দ্বিগবিজয়মাহালীঃ  ১লা ফেব্রুয়ারি বিকাল ৪টে ৩০মিনিট নাগাদ বর্ধমান থেকে কলকাতায় ফিরে আসার পথে দুর্ঘটনার কবলে পড়েন ডেবরা বিধানসভার বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের কারিগরি শিক্ষা প্রশিক্ষণ ও কর্মদক্ষতা দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ডঃ হুমায়ূন কবীরের গাড়ি।যদিও গাড়িতে বিধায়ক তথা মন্ত্রী ড: হুমায়ূন কবীর ছিলেন না।গাড়িতে ছিলেন ওনার স্ত্রী অনিন্দিতা দাস (কবীর) ও সিকিউরিটি গার্ড। তাঁরা সহ গাড়ী চালক প্রত্যেকেই আহত হয়েছেন এবং এই মুহূর্তে তাঁরা কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন। গাড়ীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে যানা যায়। গুড়াপে প্রথমে একটি চার চাকা পেছন থেকে ধাক্কা মারে। তারপরেই নিয়ন্ত্রন হারিয়ে সামনে থাকা একটি গাড়ীতে ধাক্কা মারায় ঘটে এই দূর্ঘটনা।