দাসপুরের চাঁইপাটে সৃষ্টিশ্রী মেলার উদ্বোধনে এসে রাজ্যের মন্ত্রী মানসরঞ্জন ভূইয়ার কেন্দ্রীয় বাজেট নিয়ে বঞ্চনার অভিযোগ তুললেন

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
দাসপুরের চাঁইপাটে সৃষ্টিশ্রী মেলার উদ্বোধনে এসে রাজ্যের মন্ত্রী মানসরঞ্জন ভূইয়ার কেন্দ্রীয় বাজেট নিয়ে বঞ্চনার অভিযোগ তুললেন


দ্বিগবিজয় মাহালীঃ পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার চাঁইপাট এলাকায় চাঁইপাট উচ্চ বিদ্যালয়ের মাঠে জেলা প্রশাসনের উদ্যোগে জেলার ২১ ব্লকের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতের তৈরি জিনিসের প্রদর্শনী জেলা থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় রপ্তানি করে মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে এই উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন।এদিনের এই মেলার উদ্বোধন করতে আসেন রাজ্যের মন্ত্রী মানস রঞ্জন ভূইয়া।উদ্বোধনের স্থলে এসে মানস ভূঁইয়া কেন্দ্রের বাজেটকে কটাক্ষ করে তিনি বলেন, “রাজ্য তথা বাংলা সহ গোটা ভারতের যুবক-যুবতী সকলকে বঞ্চিত করা হয়েছে কেন্দ্রীয় বাজেট থেকে।এই বাজেটে কারোরই কথা ভাবা হয়নি।” তিনি বলেন, “যে বাজেটে কোথাও বলা নেই ভ্যাকসিন এর বিষয়ে সমস্ত রাজ্যে সমান ভাবে বন্টন করা হবে।মানুষের মৃত্যুকে ঠেকাবো, জীবনকে রক্ষা করব এই বিষয়ে কোথাও কিছু বলা নেই।এমনকি বাংলার এক লক্ষ কোটি টাকা পাওনা রয়েছে কেন্দ্রের কাছে সেই টাকাও কোথাও বাজেটে উল্লেখ নেই। কোনো বড় রেল প্রজেক্টের ঘোষণা করা হয়নি।এমনকি বাংলা শিক্ষা,স্বাস্থ্য, থেকে শুরু করে বাংলার নদী ভাঙ্গন কোথাও কিছু বাজেটে উল্লেখ নেই।ঘাটাল মাস্টারপ্ল্যান,শিক্ষা-স্বাস্থ্যর জন্য কোনো এক্সট্রা টাকা বরাদ্দ করা হয়নি।করোনাকালে ভারতবর্ষকে ধাক্কা দিয়েছে,সেই ভারতকে চাঙ্গা করতে কোন প্রয়াস নেই এই বাজেটে।” মেলা উদ্বোধনে গিয়ে দাসপুরে বাজেট নিয়ে এমনই কটাক্ষ করেন রাজ্যের মন্ত্রী মানস রঞ্জন ভূইয়া। মেলা প্রসঙ্গে তিনি জানান,দাসপুরের সৃষ্টিশ্রী মেলা চলবে ৫ দিন আর এই মেলাতে জেলার সমস্ত মানুষজন আসলে আলাদা মাত্রা পাবে।