New Update
/anm-bengali/media/post_banners/7Q99FPlXUMUQrIlhezBJ.jpg)
নিজস্ব প্রতিনিধি- চার বছর সম্পর্কে থাকার পর ২০১২ তে সেফ আলি খান ও কারিনা কাপূর বিয়ে করেন। 'তশন' ছবির শুটিং এর সময় থেকেই শেফ এর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন করিনা।সেই ছবিতে অক্ষয় কুমারকেও দেখা যায়।সম্প্রতি টুইঙ্কল খান্না কে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন,'শুটিংয়ের সময় সেফ আর অক্ষয় দুজন আলাদা করে কথা বলতো। সেই সময় অক্ষয় বুঝতে পারছিল যে, সেফ এর সঙ্গে আমার সম্পর্ক তৈরি হচ্ছে। শুটিংয়ের ফাঁকে তাই সেফ কে আলাদা ডেকে নিয়ে গিয়ে ও প্রায়ই নানা কিছু বলতো । এমনও বলেছে, শোন ও কিন্তু ভয়ঙ্কর মেয়ে। আর ভয়ঙ্কর পরিবারের মেয়ে। তাই দেখে নে। যা করবি ভেবে কর।' করিনা পরে যোগ করেন, সেফ কে অক্ষয় নানা সময়ে আমাকে নিয়ে সাবধান করত আমার সঙ্গে মেলামেশা করতে বারণ কোরতো।'
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us