'করদাতারা আপডেটেড রিটার্ন ফাইল করতে পারবেন দুবছর পর’, বললেন অর্থমন্ত্রী

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
'করদাতারা আপডেটেড রিটার্ন ফাইল করতে পারবেন দুবছর পর’, বললেন অর্থমন্ত্রী

নিজস্ব সংবাদদাতাঃ অর্থমন্ত্রী বলেন, ‘আমরা কর ব্যবস্থাকে আরও সরলীকরণ করায় জোর দিচ্ছি।  করদাতারা আপডেটেড রিটার্ন ফাইল করতে পারবেন দুবছর পর। এক্ষেত্রে বকেয়া কর দেওয়ার জন্য করদাতা দুবছর সুযোগ পাবেন। কো-অপারেটিভ সোসাইটির সারচার্জ কমানো হচ্ছে’।