হরি ঘোষ,পাণ্ডবেশ্বরঃ সোমবার পাণ্ডবেশ্বরের কুমারডিহির বি কোলিয়ারিতে শ্রমিক সংগঠন HMS-এর র্যালি হল। পাণ্ডবেশ্বরের লাল বাংলা থেকে বাইক নিয়ে শ্রমিক সংগঠনের কর্মীরা র্যালি করে কুমারডিহির বি কোলিয়ারিতে গিয়ে, তাঁদের র্যালি শেষ করল। সেখানে গিয়ে সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে পেশ করা হল কর্মসূচি।
সংগঠনের বাঙকোলা এরিয়ার সেক্রেটারি মিন্টু ব্যানার্জি জানান, কোনও দলীয় কারণে এই বি কোলিয়ারিতে তাঁদের সংগঠন বসে গিয়েছিল। কিন্তু কোলিয়ারির বহু কর্মী HMS সংগঠনের সাথে যোগাযোগ রেখেছিল। আজ থেকে আবার কুমারডিহির বি কোলিয়ারিতে HMS সংগঠনের কাজ শুরু হল। মিন্টু বাবু জানান, তাঁদের শ্রমিক সংগঠন একটা অরাজনৈতিক সংগঠন। বরাবর শ্রমিকদের স্বার্থ নিয়েই কাজ করে এই সংগঠন। তাই এরপর থেকে এই কোলিয়ারির শ্রমিকদের স্বার্থ রক্ষা করতেই তাঁদের এই সংগঠনের নতুন করে সূত্রপাত হলো।