New Update
/anm-bengali/media/post_banners/gNmcxiPxRFpAtKtxLJfU.jpg)
নিজস্ব প্রতিনিধি-সম্প্রতি গোটা বিশ্বে 'পুষ্পা' -র জন্য অভিনেতা অল্লু অর্জুনের নাম ছড়িয়ে রয়েছে। রবিবার অল্লু পরিবারের সাথে কাটানো কিছু মুহূর্ত তার ইনস্টাগ্রাম একাউন্ট থেকে পোস্ট করেছেন।১৬ দিন বিদেশে কাটানোর পর বাড়ি ফিরে নিজের ছেলে মেয়ের সাথে সময় কাটাতে পেরে আনন্দিত অল্লু। বাড়ি ফেরার পর তার মায়ে আরহা তাকে স্বাগত জানিয়েছে সেই ছবিও শেয়ার করেছেন অভিনেতা। 'পুষ্পাঃ দ্য রাইস' এর পর পরবর্তী অংশ 'পুষ্পাঃ দ্য রুল' এর জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us