New Update
/anm-bengali/media/post_banners/3s26MLdTpkjzCpOPUJAt.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ এবার গোয়ায় গিয়ে নির্বাচনী প্রচারে ঝড় তুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার পন্ডায় এক জনসভায় শাহ বলেন, 'বিজেপি গোয়ায় উন্নয়ন নিয়ে এসেছে। গান্ধী পরিবারের কাছে, গোয়া কেবল একটি ছুটি কাটানোর জায়গা। আমরা রাজ্যের বাজেট ৪৩২ কোটি (২০১৩-১৪) থেকে বাড়িয়ে ২,৫৬৭ কোটি (ইয়ার ২০২১) করেছি। প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগম্বর কামাত অবকাঠামোগত উন্নয়নে কিছুই করেননি। আমরা যা প্রতিশ্রুতি দিয়েছিলাম তা আমরা করেছি।'
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us