রাহুল পাসোয়ান,আসানসোলঃ আসানসোলের সালানপুর থানার অন্তর্গত বাসুদেবপুর জেমারী এলাকায় এক যুবককে কুপিয়ে খুনকরা হয়েছে বলে অভিযোগ। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থলে পুলিশ ফোর্স ও উচ্চপদস্থ পুলিশ আধিকারিক পৌঁছন। দোষীদের গ্রেফতারের দাবি তোলেন এলাকার মানুষ। পরিবারের অভিযোগ তাঁদের ছেলেকে পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে। মৃতের নাম শেখরাহুল ওরফে শেখআরিফ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। দোষীদের গ্রেফতারের দাবিতে আসানসোল চিত্তরঞ্জন মুখ্যসড়ক জেমারী মোড় রাস্তা অবরোধ করা হয়। প্রায় মিনিট দশেক অবরোধ চলার পর পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায়।