New Update
/anm-bengali/media/post_banners/sMw8yZsaekW2ixvfFqPL.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ এক ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থাকল মেক্সিকো। মেক্সিকোর জালিস্কোর জাতীয় সড়কে একটি যাত্রীবাহী ভ্যান উল্টে যায়। এই দুর্ঘটনার জেরে অন্তত ১২ জন নিহত ও ১১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। জালিস্কো সিভিল প্রোটেকশন অ্যান্ড ফায়ার ডিপার্টমেন্ট টুইটারে জানিয়েছে, শনিবার লাগোস ডি মোরেনো পৌরসভার লিওন-আগুয়াস্কালিয়েন্টেস জাতীয় সড়কে গাড়িটি উল্টে যায়। রাজ্য সিভিল প্রোটেকশন ডিপার্টমেন্টের রিজিওনাল কমান্ডার নেফতালি গুইলেন জানিয়েছেন, এই দুর্ঘটনায় আট জন পুরুষ ও চারজন মহিলা নিহত হয়েছেন এবং তাদের মধ্যে দুজন নাবালক।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us