New Update
/anm-bengali/media/post_banners/VIfqqkalrnGzQcuTxGaA.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ সম্প্রতি রাতের কলকাতায় চলন্ত অ্যাপ ক্যাবে তরুণীর ধর্ষণের ঘটনা ঘিরে তৈরি হয় উদ্বেগ। আর এবার ফের আতঙ্ক। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই শুক্রবার বিকেলে ফের শহর কলকাতায় শ্লীলতাহানির ঘটনা। চলন্ত অ্যাপ ক্যাবে ২ মহিলার শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ। অভিযোগ জানানো হয় কলকাতার হেস্টিংস থানায়। ঘটনার চার ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত চালকের নাম মনোজ কুমার। তিনি বিহারের মুঙ্গেরের বাসিন্দা বলে জানা গিয়েছে। কর্মসূত্রে, চারু মার্কেট থানা এলাকায় থাকতেন তিনি। অপরদিকে অভিযুক্তের পরিবারের দাবি, মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে মনোজকে। তাঁদের দাবি, মনোজ এই কাজ করেনি। তবে পরপর এই দুই ঘটনায় আতঙ্ক বেড়েছে অনেকটাই। প্রশ্ন উঠছে শহরে মহিলাদের নিরাপত্তা নিয়ে। অ্যাপ ক্যাবে যাতায়াত আদৌ নিরাপদ কিনা, সেই প্রশ্নও সামনে আসছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us