নিজস্ব সংবাদদাতাঃ নিউটাউন-এর নতুনপুকুর রামকৃষ্ণ সেবা মিশনের রাঁধুনির অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় এবারে মহারাজকে গ্রেফতার করল টেকনোসিটি থানার পুলিশ। ধৃত মহারাজের নাম স্বামী হরিমায়া নন্দ। শুক্রবার সকালে এক রাঁধুনির মৃতদেহ উদ্ধার ঘিরে উত্তেজনা ছড়ায় নিউটাউনের নতুনপুকুর এলাকার রামকৃষ্ণ সেবা মিশনে। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করে পুলিশ। রোহিত হালদার নামে ওই রাঁধুনিকে খুন করা হয়েছে বলে অভিযোগ তোলেন স্থানীয় বাসিন্দারা।