New Update
/anm-bengali/media/post_banners/SEO5n0zPJ21LDGlsUilg.jpg)
দিগবিজয় মাহালি, গড়বেতাঃ দড়িতে বেঁধে ৪ জন শিশুকে মাটিতে ফেলে উত্তম-মধ্যম প্রহার করছে এক ব্যক্তি, মধ্যযুগীয় বর্বরতার এই ছবি দেখা গেল গড়বেতা থানার অন্তর্গত জবা গ্রামে। অভিযোগ ট্রাক্টরের পার্টস চুরি করেছে এই শিশুগুলি আর তার ফলে দড়িতে বেঁধে মাটিতে ফেলে নির্মমভাবে পেটাচ্ছেন রবিয়াল খান নামে এক ব্যক্তি। পরিবারের অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গড়বেতা থানার পুলিশ। শিশুদেরকে আনা হয়েছে গড়বেতা হাসপাতালে এবং সেখানে তাদের চিকিৎসা চলছে। এই বিষয় নিয়ে গড়বেতা ১ নম্বর ব্লকের বিডিও বলেন " অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে, বাচ্চাদের গড়বেতা হাসপাতালে চিকিৎসা চলছে।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us