নিজস্ব সংবাদদাতাঃ পূর্ব দিল্লির কস্তুরবা নগরে প্রজাতন্ত্র দিবসের দিন গণধর্ষিতা তরুণীকে অপহরণ করে, তাঁর চুল কেটে, মুখে কালি মাখিয়ে প্রকাশ্য রাস্তায় হাঁটানোর ঘটনায় তোলপাড় গোটা দেশ। এই ঘটনার তদন্তে নেমে ৯ জনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। সূত্রের খবর, ধৃতদের মধ্যে সাত জন মহিলা। পাশাপাশি দু’জন অপ্রাপ্তবয়স্ককেও আটক করেছে পুলিশ।