New Update
/anm-bengali/media/post_banners/g9gQP68oZp5DM5UVh6Gc.jpg)
নিজস্ব প্রতিনিধি-বলিউড সূত্রের খবর, চর্চিত আছে অভিনেত্রী করিনা কাপুর খান এর সঙ্গে অনেক অভিনেত্রীর সম্পর্ক মধুর নয়।সম্প্রতি বিভিন্ন সূত্রের দাবি, অভিনেত্রী আমিশা পটেল সম্পর্কে "কহো না পেয়ার হ্যায়" ছবিতে অভিনয়ের জন্য আমিশা কে খারাপ অভিনেত্রী বলেন করিনা।সেই সম্পর্কে অভিনেত্রী আমিশা কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, এই ব্যাপারে তিনি অবগত নয়। এবং তিনি বলেন, "আমার কোন শত্রু নেই।এমনকি করিনাকে যখন কোন ছবিতে দুর্দান্ত অভিনয় করতে দেখি কিংবা কোন গানে অসাধারণ পারফরম্যান্স করতে দেখি, তখন আমি আমার ঘনিষ্ঠ মহলে ওর প্রশংসা করি।ও খুবই সুন্দরী। আর অবশ্যই একজন অসাধারণ অভিনেত্রী।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us