রাহুল পাসোয়ান,সালানপুরঃ সরস্বতী পুজোর চাঁদাকে ঘিরে উত্তেজনা ছড়াল সালানপুর থানার রূপনারায়পুর ফাঁড়ির অন্তর্গত নামোকেশিয়া গ্রামে। সূত্রের খবর অনুযায়ী, চারটি বাড়িতে চালানো হয় ভাঙচুর। ঘটনাস্থলে পুলিশ। যদিও এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি। ঘটনার তদন্ত শুরু করেছে সালানপুর থানার রূপনারায়পুর ফাঁড়ির পুলিশ। খবর সূত্রে জানা যায় যে গত কাল রাতে সালানপুর ব্লকের নামোকেশিয়া গ্রামে একটি আদিবাসী মেলার আয়োজন করা হয়েছিলো। সেখানে কিছু যুবক গিয়ে মেলার মধ্যে থাকা দোকানদারদের কাছে জোর পূর্বক চাঁদা তোলে ও মারধর করে বলে অভিযোগ। এই খবর গ্রামে জানা জানি হওয়ার পরে বৃহস্পতিবার সকালে থেকে শুরু হয় দুই পক্ষের মধ্যে ঝামেলা। ভাঙ্গচুর করা হয় চারটি বাড়িতে।