বরখাস্ত প্রাক্তন কংগ্রেস প্রধান যোগ দিলেন বিজেপিতে

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
বরখাস্ত প্রাক্তন কংগ্রেস প্রধান যোগ দিলেন বিজেপিতে

নিজস্ব সংবাদদাতাঃ আগামী মাসে উত্তরাখণ্ডে বিধানসভা নির্বাচন। ১৪ তারিখ নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করে দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচনের প্রাক্কালে বিভিন্ন রাজনৈতিক মহলের অন্দরে ঘটছে আমূল পরিবর্তন। এরকমই এক ঘটনার নজির মিলল আজ সকালে। গতকাল দল থেকে বহিষ্কার হওয়ার পর আজ বিজেপিতে যোগ দিলেন উত্তরাখণ্ড কংগ্রেসের প্রাক্তন প্রধান কিশোর উপাধ্যায়। গতকাল উত্তরাখণ্ড কংগ্রেসের প্রাক্তন প্রধান কিশোর উপাধ্যায়কে দল থেকে বহিষ্কার করেছে কংগ্রেস। কিশোরের দলবিরোধী কাজকর্মকে এর অন্যতম কারণ হিসেবে দাবি করেছে কংগ্রেস। বুধবার প্রজাতন্ত্র দিবসের দিন কিশোরকে চিঠি লিখে একথা জানিয়েছেন উত্তরাখণ্ডে কংগ্রেসের ইনচার্জ দেবেন্দর যাদব। সূত্রে খবর, এই মুহূর্ত থেকে ছয় বছরের জন্য তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।