নিজস্ব সংবাদদাতাঃ রেড রোডের প্যারেডেও এবার আমন্ত্রণ-বিতর্ক। অনুষ্ঠানে আমন্ত্রণ করা হল না বিরোধী দলনেতাকে। আমন্ত্রিতদের তালিকায় নাম নেই শুভেন্দু অধিকারীর। এই প্রথমবার রেড রোডে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন না বিরোধী দলনেতা। বেশ কিছু মন্ত্রীকেও আমন্ত্রণ জানানো হয়নি এই অনুষ্ঠানে। কোভিড বিধির জেরে আজকের অনুষ্ঠানে হাজির সর্বোচ্চ ৬০ জন। উপস্থিত ছিলেন রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব।