নিজস্ব সংবাদদাতাঃ রেড রোডকে ১১টি জোনে ভাগ করা হয়েছে। প্রতিটি জোনের দায়িত্বে থাকবেন একজন ডেপুটি কমিশনার। জোনগুলিকে ভাঙা হচ্ছে কয়েকটি সেক্টরে।যার দায়িত্বে থাকবেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার। রেড রোডে থাকছে ৫ টি বাঙ্কার, কমান্ডো বাহিনী। থাকছে ৫টি ওয়াচ টাওয়ার। নিরাপত্তায় মোতায়েন থাকবেন হাজারের বেশি পুলিশ কর্মী। গোটা কলকাতা জুড়ে মোতায়েন থাকবে ৫ হাজারের বেশি পুলিশ। থাকবে এইচআরএফএস-এর ১২টি দল, ৩টি ক্যুইক রেসপন্স টিম। আজ, বুধবার শহরের গুরুত্বপূর্ণ জায়গায় নজরদারি চালাবে পুলিশ।