দিগবিজয় মাহালি,ডেবরাঃ মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে বেশ কিছু পরিমান অবৈধ ভাবে বিক্রি হওয়া দেশী ও বিলিতি মদ উদ্ধার করলো ডেবরা থানার পুলিশ। ধৃত এক মহিলা ও এক যুবক। ধৃত মহিলার নাম সন্ধ্যা পাত্র। বাড়ী ডেবরার হামিরপুর এলাকায়। অপর এক গ্রেফতার হওয়া যুবকের নাম অনুপ রায়। বাড়ী ডেবরার ভোগপুর এলাকায়। ধৃতদের বুধবার মেদিনীপুর আদালতে তোলা হবে এমনটাই পুলিশ সুত্রে খবর।