নিজস্ব সংবাদদাতাঃ ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় হাইকোর্টে রিপোর্ট পেশ করল রাজ্যের গঠিত বিশেষ তদন্তকারী দল বা সিট। মুখবন্ধ খামে পেশ করা হয়েছে রিপোর্ট। আদালত সূত্রে খবর, রিপোর্টে সিট জানিয়েছে, জাতীয় মানবাধিকার কমিশনের বিশেষ কমিটির কাছ থেকে পাওয়া ৬৮৯টি মামলার মধ্যে ৪০টি মামলা সিবিআইকে হস্তান্তর করা হয়েছে। ৫৮৫টি মামলায় চার্জশিট পেশ করেছে সিট। ৬৪টি মামলা ক্লোজ করা হয়েছে। সিবিআইয়ের ফেরত পাঠানো ২টি মামলার তদন্ত চলছে।