আদালতে হাজিরা মানিক সরকার এর

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
আদালতে হাজিরা মানিক সরকার এর

নিজস্ব প্রতিনিধি-বিরোধী দলনেতা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এবং বাম নেতাদের আজ আদালতে হাজিরা দিতে হয়েছে।সাথে ছিলেন বাদল চৌধুরীও।মানিক সরকার বলেন,"বেশি সময়ের পর একটা ডেট হবে, আসা সম্বভ হলে আসব, আর যদি আমাদের বাদ দিয়ে আমদের উকিলদের মাধ্যমে যদি মিমাংসা হয় তো হবে আর যদি জেলে নিতে হয় তো নিয়ে যাক অসুবিধা নেই কিছু।"