New Update
/anm-bengali/media/post_banners/FScmhKgsVnuvJ6znqoqY.jpg)
দিগ্বিজয় মাহালী, খড়গপুর : বৃহস্পতিবার প্রজাতন্ত্র দিবস। তার আগে মঙ্গলবার সকাল থেকে খড়গপুর রেল স্টেশনে দেখা গেলো রেল পুলিশের তৎপরতা। দুটি স্নিফার এক্সপার্ট ডগ, মেটাল ডিটেক্টর দিয়ে চলছে গোটা খড়গপুর রেল স্টেশন জুড়ে চিরুনি তল্লাশি। শুধু স্টেশন নয়, ট্রেনের কামরা গুলিতেও চালানো হচ্ছে তল্লাশি। প্রজাতন্ত্র দিবসের আগে তাদের উচ্চপদস্থ আধিকারিকদের নির্দেশে চলছে এই তল্লাশি। মুলত প্রজাতন্ত্র দিবসের দিন যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য আগে ভাগেই প্রস্তুত আরপিএফ ও জিআরপিএফ। ষ্টেশনে উপস্থিত রয়েছেন রেল পুলিশের কর্তারা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us