/anm-bengali/media/post_banners/FcSb5lHhhc0Nc876x6ew.jpg)
নিজস্ব প্রতিনিধি- আজ মুক্তি পেল 'বাধাই দো'-এর ট্রেলার। ছবিটিতে মুখ্য চরিত্রে অভিনয় করছে রাজকুমার রাও এবং ভূমি পেডনেকার।এটি এক সামাজিক প্রেক্ষাপটের উপরে তৈরি হয়েছে।সমকামিতার ওপরেও কথা বলবে এই ছবি। ১১ই ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।'বাধাই দো'-এ রাজকুমার রাও শার্দুল ঠাকুরের ভূমিকায় অভিনয় করেছেন, মহিলা থানায় একজন পুলিশ। যেখানে ভূমি পেডনেকার সুমন, একজন পিটি শিক্ষক।পুরুষের জগতে বেঁচে থাকা একজন মহিলা। ট্রেলারে দেখা যাচ্ছে,শার্দুল চার বছর ধরে সুমনকে বিয়ে করার জন্য পড়ে আছে।এদিকে সুমি ইতিমধ্যে একটি মেয়েকে ডেট করছে। শার্দুল বলেছেন যে তিনি পুরুষদের প্রতি আগ্রহী।আসলে তারা দুজন কে ভালবাসে নে। তবে মা বাবার ইচ্ছে কে নিজেদের ঘার থেকে নামাতেই তারা বিয়ে করতে বাধ্য হয়।পরে তারা সুবিধামত নিজেদের পছন্দ মতো বিয়ে করবে এবং তাদের স্বাধীন জীবন যাপন করবে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us